বিসিএস পরিক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে ভালো ভাবে জানা থাকা যেমন জরুরী তেমনি আন্তর্জাতিক ও সাম্প্রতিক বিষয় সম্পর্কেও ধারণা থাকা অতি জরুরী। বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানের অন্যতম স্থান দখল করে আছে আন্তর্জাতিক বিষয়াবলি। তাই সঠিক পরিকল্পনা করে ৪৬ তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রস্তুতি ভালোভাবে শুরু করতে হব
আন্তর্জাতিক বিষয়াবলী – মোট নম্বর ২০
সিলেবাস ও মানবন্টনঃ
- বৈশ্বিক ইতিহাস,আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি- (৪ নম্বর)
- আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক- (৪ নম্বর)
- বিশ্বের চলমান ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ- (৪ নম্বর)
- আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি- (৪ নম্বর)
- আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি- (৪ নম্বর)
আন্তর্জাতিক বিষয়াবলী জন্য রেফারেন্স বুক ও সংবাদপত্রঃ
- MP3 / প্রফেসর’স
- আজকের বিশ্ব (বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী) ।
- মাধ্যমিক ইতিহাস [৯ম-১০ম]
- মাধ্যমিক ভূগোল [৯ম-১০ম]
- মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম-১০ম]
- ৯ম-১০ম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির -মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পৌরনীতি বই
- International Relations and Bangladesh / ইন্টার্ন্যাশনাল রিলেশনস এন্ড বাংলাদেশ- Harun Ar Rashid (হারুন আর রশীদ)
- আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি (শাহ মো: আব্দুল হাই)
- মাসিক জাতিসংঘ সংবাদ (যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারে পাওয়া যাবে)
- বিবিসি ব্লগ,সাপ্তাহিক রোববার ম্যাগাজিন
- Daily Star, New York Times.
৪৬ তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে জেনে রাখা ভালো:
- বিভিন্ন দেশের ভৌগলিক নাম, অঞ্চল, রাজধানী,মুদ্রা, বিভিন্ন চুক্তি /প্রোটকল/কনভেনশন ইত্যাদি ভালভাবে পড়তে হবে।
- এ বিষয় পড়ার ক্ষেত্রে সদর দপ্তর / প্রধান কার্যালয়, প্রণালি/ সীমানা / বিরোধপূর্ণ অঞ্চল, জাতিসংঘ, সংস্থা ও পরিবেশ এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে।
- বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ ,শীর্ষ সম্মেলন ও সূচক সম্পর্কে ধারণা রাখতে হবে।
- বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাকাল,ধরণ, কার্যক্রম,প্রধান ব্যক্তি, প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্য সংখ্যা ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা বিশেষ প্রয়োজন।
- বিগত প্রশ্ন ব্যাংক এন্যালাইসিস করে দেখতে হবে কোন কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসছে, সেই অংশগুলো খাতায় নোট করে নিতে হবে এবং সে অনুযায়ী আগাতে হবে।
- এই অংশ পড়ার ক্ষেত্রে সদর দপ্তর / প্রধান কার্যালয়, প্রণালি/ সীমানা / বিরোধপূর্ণ অঞ্চল, জাতিসংঘ, সংস্থা ও পরিবেশ এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিন।