fbpx
Have a question?
Message sent Close

৪৬ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস ও মানবন্টন এবং গাইডলাইন

বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশ বিষয়াবলী ৪৬ তম বিসিএস প্রিলি পরীক্ষা, লিখিত ও ভাইভার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কৌশল অবলম্বন করে এর প্রস্তুতি নিতে হবে। আমরা সবাই বিসিএস স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে থাকি কিন্তু আমাদের সঠিক পরিকল্পণার না করার কারণে আমরা সফল হতে পারি না, বিসিএস প্রিলি পরিক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী গুরুত্বপূর্ণ। এই অংশ থেকে মোট ৩০ নম্বরের প্রশ্ন আসে। যেহেতু বিসিএস লিখিত পরীক্ষায়ও এখান থেকে বিসিএস প্রশ্ন হয়ে থাকে তাই কৌশল অবলম্বন করে বাংলাদেশ বিষয়াবলী প্রস্তুতি (46th BCS Preparation)  নিতে হবে।

বাংলাদেশ বিষয়াবলী (মোটনম্বর ৩০)

সিলেবাস ও মানবন্টনঃ

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী- (৬ নম্বর)

  • প্রাচীন থেকে সম-সাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৫৪ সালের নির্বাচন
  • ছয় দফা আন্দোলন ১৯৬৬
  • গণ-অভ্যুত্থান ১৯৬৮ – ১৯৬৯
  • ১৯৭০ সালের সাধারণ নির্বাচন
  • অসহযোগ আন্দোলন
  • ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ – স্বাধীনতা ঘোষণা
  • মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী
  • মুক্তিযুদ্ধের রণকৌশল – মুক্তিযুদ্ধে বৃহৎশক্তি বর্গের ভূমিকা
  • পাকবাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়

বাংলাদেশের কৃষিজ সম্পদ- (৩ নম্বর)

  • শস্য উৎপাদন এবং এর বহুমুখী করণ
  • খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা

বাংলাদেশের জনসংখ্যা- (৩ নম্বর)

  • আদমশুমারি             
  • জাতি – গোষ্ঠী – উপজাতি সংক্রান্ত বিষয়াবলী

বাংলাদেশের অর্থনীতি- (৩ নম্বর)

  • উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী
  • জাতীয় আয় – ব্যয়
  • রাজস্বনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি
  • দারিদ্র্য বিমোচন

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য- (৩ নম্বর)

  • শিল্প উৎপাদন
  • পণ্য আমদানি ও রপ্তানি করণ
  • গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা
  • বৈদেশিক লেন-দেন ও অর্থপ্রেরণ
  • ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা

বাংলাদেশের সংবিধান- (৩ নম্বর)

  • প্রস্তাবনা ও বৈশিষ্ট
  • মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ
  • সংবিধানের সংশোধনীসমূহ

বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা- (৩ নম্বর)

  • রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম
  • ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পরকাদি
  • সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা

বাংলাদেশের সরকার ব্যবস্থা- (৩ নম্বর)

  • আইন, শাসন ও বিচার বিভাগসমূহ
  • আইন প্রণয়ন
  • নীতি নির্ধারণ
  • জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনার কাঠামো
  • প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার

বাংলাদেশের জাতীয় অর্জন- (৩ নম্বর)

  • বিশিষ্ট ব্যক্তিত্ব
  • গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহ
  • জাতীয় পুরস্কার
  • খেলাধুলা
  • চলচ্চিত্র ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি

বিসিএস প্রিলি ও লিখিত এর জন্য বাংলাদেশ বিষয়াবলী এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য যা সাম্প্রতিক ঘটেছে অথবা বাংলাদেশ সম্পর্কে নতুন তথ্য। তার জন্য আমাদের প্রতিদিনের খবরাখবর জানতে হবে এবং প্রতিদিনের প্রত্রিকা পড়তে হবে। তাই এতে ভালো করতে হলে সমসাময়িক খবরাখবর তথ্য সম্পর্কে অবগত থাকতে হবে। আমরা চেষ্টা করব ৪৬ তম বিসিএস প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলীতে কমপক্ষে ২২-২৫ মার্কস রাখার। আমরা যদি এই লক্ষ্য নিয়ে আগায় তাহলে ভালো করার প্রবণতা বাড়বে আমাদের।

এছাড়া বিসিএস প্রিলি ও লিখিত পরিক্ষার জন্য আমরা কিছু রেফারেন্স বুক দেখতে পারি।

বিসিএস প্রিলির জন্য রেফারেন্স বুকঃ

  • ইতিহাস,ভূগোল, পৌরনীতি (৯ম-১০ম বোর্ড বই)
  • বাংলাদেশ বিষয়াবলী- আব্দুল হাই
  • সংবিধান,সাংবিধানিক আইন ও রাজনীতি-মোঃ আব্দুল হালিম
  • শর্ট কার্ট বিসিএস বাংলাদেশ বিষয়াবলী [আরিফুর রহমান]
  • সাধারণ জ্ঞান- MP3 সিরিজ/প্রফেসর’স/ ওরাকল
  • ইউটিউবে বিসিএস মানসিক দক্ষতার কিছু লেকচার আছে যা সার্চ দিলেই পাবেন বাংলাদেশ বিষয়াবলী

এছাড়া সাম্প্রতিক ঘটনা বা বিষয়াবলী জানার জন্য মাসিক কারেণ্ট অ্যাফেয়ার্স, সংবাদপত্র গুলো পড়তে হবে।

বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কিত বিসিএস লিখিত পরীক্ষার জন্য কিছু রেফারেন্স বই ও ওয়েবসাইটঃ

  • বাংলাদেশ বিষয়াবলী (১ম ও ২য় পত্র)
  • দৈনিক প্রথম আলো
  • উইকিপিডিয়া ও বাংলাপিডিয়া
  • বাংলাদেশের সংবিধান এবং আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট
  • বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট
  • অর্থনৈতিক সমীক্ষা।

যেসব বিষয় জেনে রাখা ভালোঃ

  • মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে দেখতে পারেন ছয় দফা আন্দোলন, যুক্তফ্রন্ট, মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধে চীনের ভূমিকা, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা।
  • বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও বিষয়াবলী এই বিষয়গুলো বিশাল অংশ জুড়ে তাই আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু এন্যালাইসিস করি তাহলে আমাদের জন্য ভালো সহায়ক হয়ে উঠতে পারে।
  • বাংলাদেশ জাতীয় বিষয়াবলীর জন্য প্রথমে ৯ম-১০ম বোর্ড বইগুলো ভাল করে পড়ে নিতে হবে।
  • সাম্প্রতিক বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া যেমনঃ ঊন্নয়ন প্রকল্প, বাজেট, পরিকল্পনা, বৈশ্বিক তথ্য ও বাংলাদেশ  জাতীয় নির্বাচন ইত্যাদি।
  • বাংলাদেশের জাতীয় নির্বাচন, বাংলাদেশের সংবিধান এই বিষয়গুলোর উপর জোড় দিতে হবে।
  • বাংলাদেশের ইতিহাস এর ক্ষেত্রে ব্যাসিক কিছু বিষয়ের উপর জোড় দিতে হবে যেমনঃ ভাষা আন্দোলন, গণহত্যা, নির্বাচন, মুক্তিযুদ্ধা, ইংরেজ শাসন ইত্যাদি।
  • এছাড়া পরিক্ষার আগে  ২-৩ মাসের কারেণ্ট অ্যাফেয়ার্স,সংবাদপত্র পড়া ও কিছু বিসিএস মডেল টেষ্ট এ অংশ নেওয়া।

Facebook: https://www.facebook.com/super30bangladesh.

Instagram: https://www.instagram.com/super30bangladesh/

YouTube: https://www.youtube.com/c/super30bangladesh-BCS-preparation.

YouTube player
৪৬ তম বিসিএস- বাংলাদেশ বিষয়াবলী
আন্তর্জাতিক বিষয়াবলী

৪৬ তম বিসিএস প্রস্তুতি গাইডলাইন আন্তর্জাতিক বিষয়াবলী

বিসিএস পরিক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে ভালো ভাবে জানা থাকা যেমন জরুরী  তেমনি আন্তর্জাতিক ও সাম্প্রতিক  বিষয় সম্পর্কেও ধারণা থাকা অতি জরুরী। বিসিএস পরীক্ষায় সাধারণ

Read More »
বাংলাদেশ বিষয়াবলী

৪৬ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস ও মানবন্টন এবং গাইডলাইন

বাংলাদেশ বিষয়াবলী ৪৬ তম বিসিএস প্রিলি পরীক্ষা, লিখিত ও ভাইভার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কৌশল অবলম্বন করে এর প্রস্তুতি নিতে হবে। আমরা সবাই বিসিএস স্বপ্ন

Read More »
বাংলাদেশের ভূ-প্রকৃতি

বাংলাদেশের ভূ-প্রকৃতি ও এর প্রকারভেদ

বাংলাদেশের ভূ-প্রকৃতি সমূহ বাংলাদেশের ভূ-প্রকৃতি সমূহ এর আলোচনা করতে গেলে প্রথমে দেখা যাক বাংলাদেশ অখণ্ড বঙ্গদেশের একটি অংশ। বাংলাদেশের মোট আয়তন ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গ

Read More »
Layer 1
Login Categories
error: Content is protected !!