Step 1: আপনার প্রোফাইলে কোন কিছু পরিবর্তন করতে চাইলে প্রথমে লগইন করুন।
Step 2: এবার নিচের চিত্রের মত আপনার নামের উপরে ক্লিক করুন।

Step 3: এবার View Profile এ ক্লিক করুন।

Step 4: এরপর Edit বাটনে ক্লিক করুন।

Step 5: এখান থেকে আপনি আপনার সকল তথ্য আপডেট করতে পারবেন।

Step 6: তথ্য পরিবর্তন শেষে Save Changes বাটনে ক্লিক করুন।

Step 7: Social Profile বাটনে ক্লিক করে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন।

Step 8: Profile Picture পরিবর্তন করতে চাইলে Change Profile Photo বাটনে ক্লিক করুন।

Step 9: এবারে select your file এ ক্লিক করুন এবং আপনার ছবিটি নির্বাচন করুন।

Step 10: এবারে ছবিটিকে নির্দিষ্ট মাপে কেটে crop image এ ক্লিক করলে আপনার Profile Picture পরিবর্তন হয়ে যাবে।

