চলুন দেখে আসি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ক্ষমতায় থাকা কিছু আন্তর্জাতিক ব্যাক্তিত্ত দের
ভারতের প্রেসিডেন্ট ছিলেন – ভি. ভি গিরি।
ভারতের প্রধানমন্ত্রী ছিলেন – ইন্দিরা গান্ধী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন – রিচার্ড নিক্সন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন – হেনরী কিসিঞ্জার।
রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন – নিকোলাই পডগোর্নি।
চীনের প্রধানমন্ত্রী ছিলেন – ঝউ এনলাই।
জাতিসংঘের মহাসচিব ছিলেন – উ থান্ট, মিয়ানমার। (দক্ষিণ এশিয়ার প্রথম মহাসচিব)
যুদ্ধচলাকালীন বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভেটো দিয়েছিল – সাবেক সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া।( ‘৭১ ডিসেম্বরে বাংলাদেশ বিজয়ের দ্বারপ্রান্তে পৌছে গেলে পাকিস্তান যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়, যা রাশিয়া বাতিল করে দেয়)
জাতিসংঘের সদস্য পদ পেতে বাংলাদেশের বিপক্ষে ভোট প্রদান করে – চীন।
বাংলাদেশকে ‘তলা বিহীন ঝুড়ি’ বলে কটুক্তি করেছিল – হেনরী কিসিঞ্জার।
collected