বাংলাদেশের মানচিত্র , ভৌগোলিক অবস্থান,গঠন ও আয়তন সম্পর্কীয় তথ্য এই পোস্টে তুলে ধরা হলো। সময়ের সাথে সাথে কিছু উপাত্ত পরিবর্তন হতে পারে। বর্তমান তথ্যের জন্য এই লিংকে ক্লিক করতে পারেন।
সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The people’s Republic of Bangladesh)
রাজধানী- ঢাকা, বানিজ্যিক রাজধানী- চট্টগ্রাম।
সরকার পদ্ধতি- সংসদীয় পদ্ধতির সরকার।
আয়তন- ১,৪৭,৪৭০ বর্গকিমি/ ৫৬,৯৭৭ বর্গমাইল।
রাজনৈতিক অবস্থান- দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
বাংলাদেশের মানচিত্র নিয়ে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন
ভৌগোলিক অবস্থান- ২০০ ৩ উত্তর অক্ষাংশ হতে ২৬০৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮০১ পূর্ব দ্রাঘিমা হতে ৯২০ ৪১ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।
সমুদ্রসীমা- রাজনৈতিক (১২ নটিক্যাল মাইল), অর্থনৈতিক (২০০ নটিক্যাল মাইল)
সীমানা- ৫১৩৮ কি. মি (ভারত ৪১৪৪, সমুদ্রসীমা ৭১১, মায়ানমার ২৮৩)
বিভাগ- ৭টি, জেলা- ৬৪টি, উপজেলা- ৪৮৩, থানা- ৬০৯, সিটি কর্পোরেশন- ১৫, পৌরসভা- ৩০৯, ইউনিয়ন- ৪৪৯৮/৪৫০১
বৃহৎবিভাগ- ঢাকা (লোকসংখ্যা), চট্টগ্রাম (আয়তন)
ক্ষুদ্র বিভাগ- সিলেট (লোকসংখ্যা ও আয়তন)
বৃহত্তর জেলা- বাঙ্গামাটি (৬,১১৬ বগূকিলোমিটার)
ক্ষুদ্র জেলা- মেহেরপুর (৭১৬ বর্গমিলোমিটা)
বেশী গনবসতি পূর্ণ জেলা- ঢাকা।
কম ঘনবসতি পূর্ণ জেলা- বান্দরবান (৬৫/বর্গকি.মি.)
জলবায়ুর ধরণ- ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।
গড় বৃষ্টিপাত- ২০৩ সে. মি।
উষ্ণতম মাস- এপ্রিল, শীতলতম মাস- জানুয়ারী।
টেলিভিশন কেন্দ্র- ২টি (ঢাকা ও চট্টগ্রাম)
বেতার কেন্দ্র- ৬টি (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর)
বিমানবন্দর- ১৪টি (আন্তর্জাতিক-৩টি)
প্রথম রাষ্ট্রপতি- শেখ মুজিবুর রহমান।
প্রথম প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমেদ।
বিশ্ববিদ্যালয়- সরকারী (৩১)Ñ, বেসরকারী (৫৯),
মেডিকেল কলেজ- ১৮, টি, মেডিকেল বিশ্ববিদ্যালয়-১টি
ক্যাডেট কলেজ- ১২টি,
তফসিল ভূক্ত ব্যাংকের সংখ্যা- ৪৮টি
ঊচত-এর সংখ্যা- ৮টি
নদনদীর সংখ্যা- ২৩০টি, আন্তর্জাতিক-৫৭টি।
দীর্ঘতম নদী- মেঘনা
বৃহত্তম বন- সুন্দরবন (বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, ৫,৫৭৫ বর্গ কি. মি.)
সমুদ্রবন্দর- ২টি (চট্টগ্রাম, মংলা)
স্থলবন্দর- ১৪টি
বৃহৎদ্বীপ- ভোলা, একমাত্র প্রবাল দ্বীপ- সেন্টমার্টিন, বৃহৎ বদ্বীপ- সুন্দরবন,
বৃহৎ সৈকত- কক্সবাজার সমুদ্র সৈকত (১৫৫ কিলোমিটার)
বাংলাদেশের মানচিত্র ও নদ- নদী
মোট নদ-নদী: প্রচলিত তথ্য- ২৩০টি অন্যান সূত্র মতে প্রায় ৭০০টি (www.banglapedia.org) এবং ৮০০টি (www.wikipedia.org)
নদ-নদীর মোট আয়তন – ২৪,১৪০ কিমি
মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি
বাংলাদেশের আন্তর্জা তিক নদী- ১টি (পদ্মা)
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)
মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি
ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি
বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী – ২টি (হালদা ও সাঙ্গু)
বাংলাদেশের নদ- নদী নিয়ে আরো বিস্তারিত তথ্য জন্য ক্লিক করুন