বাংলাদেশের প্রধান নদী গুলোর গতি পথ
নিম্নে বাংলাদেশের প্রধান নদীগুলো গতি পথ আলোচনা করা হলো:
বাংলাদেশের প্রধান নদী নিয়ে আলোচনা গেলে প্রথমে বলা যায় বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ ” নদীমাতৃক” শব্দটিকে ভাঙালে হয় নদী মাতা যাহার / যার। সত্যিই তো, ছোট, মাঝারি ও বড় নদীকে ধরলে বাংলাদেশের নদীর অন্ত নেই। শাখা – প্রশাখা নিয়ে বাংলাদেশে নদীর সংখ্যা 310 টি। বড় নদীগুলির মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী প্রভৃতি সবিশেষ উল্লেখযোগ্য। এই নদীগুলি বাংলাদেশের মধ্য দিয়ে 24,140 কিলোমিটার জায়গা দখল করেছে।
এই নদীর দৌলতেই বাংলাদেশ এত কৃষিক্ষেত্রে উন্নতি করেছে । নদীর মাছ, জমির ধান, সব্জি, জলক্রীড়া, প্রাকৃতিক সৌন্দর্য , নৈসর্গিক শোভা, বিভিন্ন জানা অজানা পাখির কলতান , বিভিন্ন প্রজাতির ফুলের ডালা, সবুজ বনভূমি – সবের মূলে রয়েছে, নদীর অকৃপণ দান।
যমুনাঃ বাংলাদেশের প্রধান নদী সমূহের মধ্যে রয়েছে ব্রক্ষপুত্র নদী। ব্রক্ষপুত্র হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে উৎপন্ন হয়ে কুড়িগ্রামের মাজাহরালীর মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জামালপুরের দেওয়ান গঞ্জে এই নদীটি পুরাতন ব্রক্ষপুত্র ও যমুনা নামে বিভক্ত হয়েছে। উৎপন্ন যমুনা নদী গোয়ালন্দে গিয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। অন্যদিকে পুরাতন ব্রক্ষপুত্র নদী কিশোরগঞ্জে ভৈরববাজারে কালনী নদীর সাথে মিলিত হয়েছে।
মেঘনাঃ মেঘনা নদী অন্যতম প্রধান নদী। আসামের বরাক নদী সিলেট সীমান্তে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখার বিভব্ত হয়ে যথাক্রমে সিলেটের উত্তর ও দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়েছে। এই শাখা দুটি পুনরায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে নামধারন করেছে কালনী। কালনী নদী আরো কিছুদুর অগ্রসর হয়ে নাম ধারন করেছে মেঘনা। মেঘনা নদী প্রবাহিত হয়ে চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
কর্ণফুলী চট্টগ্রাম অঞ্চলের মূল নদী। চট্টগ্রাম ব্যবসা বানিজ্যে ব্যপক উন্নয়ন এনেছে কর্ণফুলী নদী
কর্ণফুলীঃ প্রধান নদী গুলোর মধ্যে রয়েছে কর্ণফুলী নদী। কর্ণফুলী চট্টগ্রাম অঞ্চলের মূল নদী। এর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়ে। রাঙামাটি এবং বন্দরনগরী চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতেঙ্গার সন্নিকটে এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
নদী – তীরবর্তী শহর সমূহ
শহর | নদী | শহর | নদী |
ঢাকা | বুড়িগঙ্গা | নারায়নগঞ্জ | শীতলক্ষা |
টঙ্গী | তুরাগ | চট্টগ্রাম | কর্ণকুলী |
খুলনা | রূপসা | ভৈরব ময়মনসিংহ | পুরাতন ব্রক্ষপুত্র |
রাজশাহী | পদ্মা | সিলেট | সুরমা |
বরিশাল | কীর্তনখোলা | বগুড়া | করতোয়া |
ফরিদপুর | আড়িয়াল খাঁ | পাবনা | ইছামতি |
সিরাজগঞ্জ | যমুনা | কুমিল্লা | গোমতি |
চাঁদপুর | মেঘনা | মংলা | পশুর |
ঝালকাঠি | বিষখালী | টেকনাফ | নাফ |
কাপ্তাই | কর্ণফুলী | দিনাজপুর | পুনর্ভবা |
ঝিনাইদহ | নবগঙ্গা | আশুগঞ্জ | মেঘনা |
যশোর | কপোতাক্ষ | ভৈরব | মেঘনা |
ফেনী | ফেনী | রংপুর | তিস্তা |
আমাদের কোর্সসমূহঃ https://super30bangladesh.com/courses/
Facebook: https://www.facebook.com/super30bangladesh
YouTube : https://www.youtube.com/c/super30bangladesh-BCS-preparation