fbpx
Have a question?
Message sent Close

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা

জাতিসংঘের চিত্র
জাতিসংঘের চিত্র

মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা আলোচনা করা হলঃ

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন বৃহৎ শক্তির দেশগুলোর যেমন ভূমিকা ছিল ঠিক একইভাবে বিশ্বের দেশগুলোর অভিভাবক হিসেবে জাতিসংঘের ভূমিকা ছিল অনুস্বীকার্য।২৬ মার্চ ১৯৭১ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইপিআরের ওয়ারলেস যোগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী কাছে একটি বার্তা বা বাণী প্রেরণ করেন তিনি সেখানে উল্লেখ করেছিলেন “This may be last message to you from today Bangladesh is independent” এটাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং ঐ মুহূর্ত থেকে বাংলাদেশ স্বাধীন। অতপর ৪ এপ্রিল ১৯৭১সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে (বর্তমান হবিগঞ্জ) এমএজি ওসমানের নেতৃত্বে ৫০০০সামরিক ও ৮০০০বেসামরিক মোট ১৩ হাজার সৈন্য নিয়ে মুক্তিফৌজ নামে মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল। ১২ এপ্রিল ১৯৭১ সালে মুক্তিফৌজ নাম পরিবর্তন করে বাহিনীটির নামকরণ করা হয় মুক্তিবাহিনী।
জাতিসংঘ শুরুতে যে কোনভাবেই হোক এই যুদ্ধটি এড়াতে চাইছিল। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন তবে যুদ্ধ শুরু হলে যখন বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী গিয়ে ভারতে আশ্রয় নেয়। তখন জাতিসংঘ বাংলাদেশের শরণার্থীদেরকে সহযোগিতা করার জন্য ত্রাণ পাঠান।
২৩ এপ্রিল ১৯৭১ সালে জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি সমর সেন বাংলাদেশি শরণার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য প্রার্থনা করেন। এরপর জাতিসংঘের তৎকালীন মহাসচিব উথান্ট তিনি ১১ মে ১৯৭১ সালে জাতিসংঘের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের শরণার্থীদের জন্য সাহায্য প্রার্থনা করেন। এবং তারই ফলশ্রুতিতে জুন ১৯৭১ পর্যন্ত জাতিসংঘ এ বাংলাদেশি শরণার্থীদের জন্য ২৬ কোটি ৩০ লাখ ইউএস ডলার সহায়তা প্রদান করে। কাজেই জাতিসংঘের ভূমিকা বাংলাদেশের শরণার্থীদের জন্য অবশ্যই ইতিবাচক ছিল।
৪ ডিসেম্বর ১৯৭১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৬০৬ তম বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ বন্ধের প্রস্তাব তোলে কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ভেটো প্রধান করায় এই প্রস্তাব নাকচ হয়ে যায়। এরপর ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ১৬০৭ তম বৈঠক অনুষ্ঠিত হয় এবং আর্জেন্টিনার নেতৃত্বে নিরাপত্তা পরিষদের ৮ সদস্য যুদ্ধবিরতি প্রস্তাবের উপর ভোট প্রদান করে। রাশিয়া এবং পোল্যান্ড বিপক্ষে ভোট দেয় এবং যুক্তরাজ্য এবং ফ্রান্স ভোটদানে বিরত থাকে।
এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে ১৬১৬ তম বৈঠক বসলে দুপুর ১২ টা ৫ মিনিটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সর্দার সরং সিং পাকিস্তান আত্মসমর্পণ করেছে এই মর্মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর একটি বাণী জাতিসংঘে উপস্থাপন করেন। তখন জাতিসংঘ সঙ্গত কারণেই পরবর্তী সময়ে জাতিসংঘ বাংলাদেশকে মেনে নেয় এবং সাহায্য অব্যাহত রাখে।
উপরিউক্ত আলোচনা থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা সম্পর্কে জানতে পারি।

আন্তর্জাতিক বিষয়াবলী

৪৬ তম বিসিএস প্রস্তুতি গাইডলাইন আন্তর্জাতিক বিষয়াবলী

বিসিএস পরিক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে ভালো ভাবে জানা থাকা যেমন জরুরী  তেমনি আন্তর্জাতিক ও সাম্প্রতিক  বিষয় সম্পর্কেও ধারণা থাকা অতি জরুরী। বিসিএস পরীক্ষায় সাধারণ

Read More »
বাংলাদেশ বিষয়াবলী

৪৬ তম বিসিএস বাংলাদেশ বিষয়াবলী সিলেবাস ও মানবন্টন এবং গাইডলাইন

বাংলাদেশ বিষয়াবলী ৪৬ তম বিসিএস প্রিলি পরীক্ষা, লিখিত ও ভাইভার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কৌশল অবলম্বন করে এর প্রস্তুতি নিতে হবে। আমরা সবাই বিসিএস স্বপ্ন

Read More »
বাংলাদেশের ভূ-প্রকৃতি

বাংলাদেশের ভূ-প্রকৃতি ও এর প্রকারভেদ

বাংলাদেশের ভূ-প্রকৃতি সমূহ বাংলাদেশের ভূ-প্রকৃতি সমূহ এর আলোচনা করতে গেলে প্রথমে দেখা যাক বাংলাদেশ অখণ্ড বঙ্গদেশের একটি অংশ। বাংলাদেশের মোট আয়তন ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গ

Read More »
Layer 1
Login Categories
error: Content is protected !!