Blog
বাংলাদেশের পরিবহন ব্যবস্থা
- February 24, 2022
- Posted by: Super30 Bangladesh
- Category: BCS Exam
বাংলাদেশের রেলপথ
উপমহাদেশে সর্বপ্রথম রেলপথ চুলা হয় ১৮৫৩ সালে। ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় দর্শনা হতে কুষ্ঠিয়া পর্যন্ত। দেশের দীর্ঘতম একক রেলসেতুহার্ডিঞ্জ ব্রীজ, পদ্মা নদীরউপর ১৯১৫ সালে মির্নিত হয়। যমুনা সেতুতে রেল চালু হওয়ায় এটি এখন দেশের দীর্ঘতম রেলসেতু। এর মাধ্যমে টাঙ্গাইলকে রেল নেটওয়ার্কে আনা হয়।
বাংলাদেশের সড়কপথ
বাংলাদেশের মোট সড়কের দৈঘ্য ২০৮৫২ কি.মি.। এর মধ্যে পাকা সড়কের দৈর্ঘ্য ১৩,০০০ কি.মি।
বাংলাদেশের আকাশপথ
বর্তমানে বিমান বাংলাদেশ ৮টি অভ্যন্তরীণ এবং ১৮টি আন্তর্জাতিক গন্তব্যস্থলে বিমান সার্ভিস পরিচালনা করছে। বাংলাদেশ বিমান সংস্থা গঠিত হয় ৫ জানুয়ারি ১৯৭২ সালে। ৫ মার্চ, ১৯৭৩ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। এর প্রতীক হল ‘বলাকা’। দেশের প্রধানতম আন্তর্জাতিক বিমানবন্দর ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর’ চালু হয় ১৯৮০ সালে।
অন্যান্য তথ্য ঃ
১। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু- যমুনা সেতু।
২। ঢাকা-কলকাতা বাস সার্ভিস চালু হয় ৬ জুন ১৯৯৯ সালে।
৩। বাংলাদেশের একক বৃহত্তম সড়ক সেতু-লালনশাহ সেতু যার দৈর্ঘ্য ১.৮ কি. মি।
৪। যমুনা সেতুর পিলারের সংখ্যা ৫০টি এবং স্প্যানের সংখ্যা ৪৯টি।
৫। বাংলাদেশ চীন মৈত্র সেতু-১ বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত।
৬। যমুনা সেতুর আয়ুস্কাল- ১০০ বছর।
৭। যমুনা সেতু দৈর্ঘ্যে বিশ্বে ১২ তম।
৮। ১৮২৫ সালে ব্রিটেনে, ১৮৫৩ সালে ভারতে এবং ১৮৬২ সালে বাংলাদেশে লেল যোগাযোগ স্থাপিত হয়।
৯। বাংলাদেশের ৪ ধরণের রেল লাইন বিদ্যামান। যথা- মিটারগেজ, ব্রডগেজ, ন্যারোগেজ ও ডুয়েলগেজ।
১০। বাংলাদেশে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় ১৯৮৬ সালে।
১১। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু (এককভাবে) হার্ডিঞ্জ ব্রজ পদ্মা নদীর উপরে অবস্থিত।
১২। হার্ডিঞ্জ ব্রীজের দৈর্ঘ্য- ১.৮ কিলোমিটার।
১৪। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত।
১৫। ঢাকায় কুর্মিটোলা আন্তর্জাতিক বিমান বন্দর ২৮ ডিসেম্বর ১৯৭৮ সালে চালু হয় এবং ১৯৮১ সালের ১৪ই আগস্ট এর নাম জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পরিবর্তন করা হয়।
১৬। বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। যথা- শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট।
১৭। বাংলাদেশ বিমানের শ্লোগান হচ্ছে “আকাশে শান্তির নীড়।”
১৮। বাংলাদেশে মোট স্থল বন্দর ১৪টি। যার মধ্যে ১৩টি সরকারী ও টেকনাফ স্থলবন্দরটি বেসরকারী।
১৯। বাংলাদেশ বিমান এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশে যায়।
২০। বাংলাদেশ বিমান কোম্পানী হয় ১৪ জুলাই, ২০০৭।
২১। ঢাকা-কলকাতা বাস সার্ভিসের নাম সৌহার্দ্য।
২২। বাংলাদেশে স্থাপিত প্রথম রেলপথ দর্শনা থেকে জগতি পর্যন্ত (৫৩.১৩ কিলোমিটার)।
২৪। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ৫ মার্চ, ১৯৭৩। প্রথম বেসরকারি বিমান সংস্থার নাম এ্যারো বেঙ্গল এয়ারলইন্স (১৯৮৫)।
২৫। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ মিটার।
২৬। বাংলাদেশ বিমান সংস্থার বাণিজ্যিক নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড (২৩ জুলাই, ২০০৭)।
২৭। ৯ মে ২০০২ সালে প্রথম ( ) আকাশে উড়ে এর পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন শাহানা।
২৮। যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কি. মি., প্রস্থ ১৮.৫ মি.।
২৯। বাংলাদেশের আমদানী বাণিজ্যের শতকরা (৯২% ) ভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে।
৩০। বাংলাদেশের রপ্তানী বাণিজ্যের শতকরা (৯০%) ভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে।
৩১। BRTC = Bangladesh Road Transport Corporation (১৯৮৩)।
৩২। যমুনা সেতুর উদ্বোধন করা হয় ২৩ জুন, ১৯৯৮ সালে।
৩৩। যমুনা সেতু নির্মাণকারী সংস্থা হুন্দাই ইঞ্জিনিয়ারিং এনড কনস্ট্রাকশন কোম্পানি (কোরিয়া)
৩৪। BIWTC= Bangladesh Inland Water Transport Corporation (১৯৫৮)
বাংলাদেশের পরিবহন ব্যবস্থা
Author:admin22
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.