আন্তর্জাতিক বিষয়াবলী – বিসিএস লিখিত ভাইভা ও প্রতিযোগিতামূলক প্রিপারেশন

ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়টি সব সময় পরিবর্তনশীল অর্থাৎ এর গতিপথ সেইসাথে এর প্রভাব গুলো সব সময় চেঞ্জ হচ্ছে। এর অন্যতম প্রভাবক যেমন বড় বড় দেশ, গ্লোবাল ইকোনোমি এবং রাজনৈতিক শক্তিগুলো তাদের কর্মপন্থা তাদের গতিধারা নিয়মিত পরিবর্তন ফলে এই এভার চেন্জিং বিশেষত্বের উদ্ভব হয়েছে।
এই গলিশীলতার কারনে, কোন গাইড বই বা পূর্বনির্ধারিত কোন বই আন্তর্জাতিক বিষয়াবলীতে পুরোপুরি সাহায্য করতে পারবে না। আমাদের এই অনলাইন কোর্সটির মাধ্যমে, আমরা সিলেবাস এর প্রতিটি টপিক মিনিমাম ২টি থেকে সর্বোচ্চ ৫টি ক্লাসে কভার করেছি যাতে অনেকটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেয়া যায়, যাতে প্রয়োজনে আপনারা আপনাদের নিজেদের মতো করে এনালাইটিক্যাল যেকোন প্রশ্নের উত্তর দিতে পারেন।
এই কোর্সটিতে কি কি থাকবে :
- প্রিলিঃ -এর ১৫ আর রিটেনের ১০০ নাম্বারের প্রতিটি টপিকের উপর প্রি-রেকর্ডেড ভিডিও লেকচার
- নিউ টপিক এর উপর লাইভ ক্লাস এক্সেস
- রিলেটেড লেশন PDF বা ডিজিটাল বুক যাতে ম্যাপ ও ডেটার মাধ্যমে টপিক বুঝিয়ে দেয়া হয়েছে
- মডেল টেস্ট: আন্তর্জাতিক বিষয়াবলীতে দুটি ভাগ আছে একটা হচ্ছে একটি হচ্ছে কনসেপচুয়াল ইস্যুজ অন্যটি হচ্ছে ইম্পেরিক্যাল ইস্যুজ। এই বিভাগের উপরে আপনারা মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন আর সম্পূর্ণ সিলেবাসের উপর একটি মডেল টেস্ট থাকছে।
কতদিন পর্যন্ত এক্সেস বা আপডেট পাওয়া যাবে :
- কোর্স -এর মেয়াদকাল সাবস্ক্রিপশনের তারিখ থেকে ১২ মাস
Live Class and Quiz Section
International Affairs
লাইভ ক্লাস প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮:৩০-এ হবে ক্লাসে join করতে ওয়েব সাইটে লগইন করুন ও Join Live Class - সেকশনে যান অবশ্যই Mozilla Firefox ব্রাউসার ব্যবহার করবেন লাইভ ক্লাস পরের দিন রেকর্ডেড ভার্সন পাবেনs